আহাম্মকের গদ্য(ষোল)
সাবকন্সাসের মত তার অবস্থান।
যদিও ভাঙা বা গড়ার কোনও কিছুতেই 'সময়'নেই। যা থাকে তা ভাব আর অভাবের সংমিশ্রন। মানুষ মধ্যপন্থার সৃষ্টি।এই মধ্যপন্থাই তো বোধি লাভের সহজতম উপায়।ঊনপঞ্চাশ গ্রাশ পরমান্নে হয়তো বোধির ঠিকানা থাকে তার।কই আমি তো পাইনি..কেউ কি পেয়েছো ইন্দিবর?? জোহান, তুমি!! সোহেল, তুমি!!
এত নিস্তব্ধতা সৃষ্টির লক্ষণ হতে পারেনা। পৃথিবীরও না,দেশেরও না রাষ্ট্রেরও না। যেখানে আদর্শই হারিয়ে যায় সেখানে "সাময়িক" পরিচিত হয়ে ওঠে চিরস্থায়ী নামে। আর প্রতীকীর তৎপরতা তীব্র হয় তীব্রতর হয়..ক্ষনস্থায়ীকে চিরস্থায়িত্বে রূপান্তরের নাম সৃষ্টি। আহা কি সৃষ্টি..
প্রতিদিন নষ্ট হয়ে যাচ্ছে স্বধর্ম। প্রতিদিন নষ্ট হয়ে যাচ্ছে তার ভাব ও ভাবধারা।সেখানে ভাঙা আর গড়ার ইতিহাস কার কাম্য রাসেল!! তুমি জানো?? আমি তো জানি না।
পুনশ্চঃ আমি তো জানি তিনি নেই। বহুকাল তিনি নেই শৈশবের যেটুকু ছিল আজকাল তাও নেই..
আগের পর্বটি পড়তে নিচের লিংকে ক্লিক করুন-
https://lekhajokha-ek-dasaker-goutam-mahato.blogspot.com/2022/06/ahammaker-godyo15.html