★ভাষা হামকে রোজ ভাসাঞ লেগে
ডুলুং ধারে ধারে
ভাষা বড় অদ্ভুত ভিত নড়ে গেলে একটা সভ্যতা বা একটা সংস্কৃতির মৃত্যু হয়। এ আর এমন নতুন কথা কি! সকলেরই জানা বিষয়ের অংশ। সারা পৃথিবীতে এখন মান্য ভাষার সংখ্যা কমবেশি প্রায় ৬৫০০ মত। আর বিলুপ্ত হয়েছে প্রায় ৬৫০টি। সংখ্যাটা কম মনে হলেও কম নয়। অঙ্কটা যতটা সরলীকরণ নীতিতে চলে তারচেয়েও দ্রুত একটি ভাষা মৃত হতে সময় নেয়। কারণ যে সংখ্যাটা আপনার পড়ছেন সেটা সংস্থা বা সরকার প্রদত্ত ডাটা। আঞ্চলিক ভাষার তকমা লাগিয়ে যাদের একঘরে করে রাখা হয়েছে সেটা শুনলে ঘাড় থেকে কোমর অবধি একটা হালকা স্রোতের ধারা অনুভব করবেন এতে নো সন্দেহ। একটা ছোট্ট নমুনা স্বরুপ বলা যায় যে প্রতি ১৪দিন ছাড়া একটি ভাষা মরে যাচ্ছে। কি ভাবছেন? মরছে তো মরছে তাতে কিই বা এসে গ্যালো!! নাহ, তাতে জীবনের গতির বিন্দুমাত্র অভিঘাতে প্রভাব ফ্যালে না ঠিকই। কিন্তু গভীর ভাবে ভাবলে বুঝতে পারবেন একটা সমাজ নষ্ট হয়ে গ্যালো একটা সংস্কৃতি নষ্ট হয়ে গ্যালো। আর সেই নষ্ট হয়ে যাওয়া সমাজের মানুষগুলো সুপিরিয়র ভাষার ক্রীতদাসে রূপান্তরিত হল কোনও লড়াই বা রক্তক্ষরণ ছাড়াই।
ভাষা তার গতিপথ পরিবর্তন করবে এটা ভীষণ স্বাভাবিক ও অত্যন্ত জরুরী একটা মোটিফ। কিন্তু সেটা যদি পরিকল্পিত আগ্রাসন হয় তবে তাকে ক্রাইম ছাড়া আমি অন্তত অন্যকিছু মনে করি না।
এমনই একটা ভাষা হল কুড়মালি। উপেক্ষা আর উপেক্ষা দিয়ে সুকৌশলে চেপে যাওয়ার সেই আদিম প্রবৃত্তি এতে নেই তো সন্দেহ হয়!! চুটিয়ানাগপুরের এরকম বহু ভাষা আজ প্রায় শহীদের তালিকায় আসতে চলেছে খুব শীঘ্রই সন্দেহ নেই। তার মধ্যে সাদরি ও মুন্ডারির নাম উল্লেখযোগ্য। কুড়মালিকে কুর্ণিশ যে আজও বহাল তবিয়তে বিরাজিত। হ্যাঁ কিছু বিস্তার কমেছে বইকি!! কিন্তু আগ্রাসনের প্রকোপ ইন্টেনসনালি যদি আরও বাড়ে সেদিনের কথা বলিতে পারি নে। নইলে এই ভাষা টিকবে, টিকবে তার সংস্কৃতির সাথে ওতোপ্রোতো ভাবে জড়িয়ে থাকার কারণে। এবং সংস্কৃতির সাথে সম্পৃক্ত থাকা গানগুলির করণে। এই ভাষাকে মারতে হলে এই তিনটি স্তম্ভকেও অস্বীকারের মাধ্যমে ধ্বংস করতে হবে যা অসম্ভব। আমার বিশ্বাস এতে অটুট।
ঝাড়খণ্ডী উপভাষা হিসাবে আমরা যা এতদিন বাংলার উপভাষা হিসাবে জেনে এসেছি তা মোটেও বাংলার উপভাষা নয় দায়িত্ব নিয়ে বলতে পারি। এটা আদতে কুড়মালির কথ্য ভাষা। সাদরি ও আরও অনান্য অনেক ভাষাও তাই। কুড়মালি একসময়ে অতি সমৃদ্ধশালি ভাষা হিসাবে এই চুটিয়া নাগপুর অঞ্চলে প্রচলিত ছিল। এমন কি সেই সময়ের এটাই ছিল মুল ট্রেড ল্যাঙ্গোয়েজ।( সময়কালটা ইচ্ছে করছে না দিতে ;p) তবে কি বাংলাও...। কিছু নমুনা নিচে দেওয়া রইল (সোর্স দেব না, --পাগলা খেটে খা)