জাহান্নামের ঘোড়া(সাত)
একটি রংবাহারি ময়ূর।হাওয়ায় হাওয়ায়।একজোড়া চোখ।কয়েকটা এলোমেলো স্বপ্ন।দূররর থেকে মেলে দেওয়া রেডিও গান।পরিচিত ঘর।কয়েকটা টিকটিকি।কিছু প্রামান্য বই।আর একটা বি..শা..ল জানালা।
বিকেলের আলো।কয়েকটি হাত।একটি চারচাকা।খুবলে তোলা মাংস।শকুন।হাওয়ায় হাওয়ায়..।উড়ে যাচ্ছে বিধি।পুরোনো সালোয়ার।অপুষ্টি।গরীবি। কিছু ঘৃণা।রেডিওটা বাজছে।যদিও সে বাজতোই একদিন.. লীলাময়ী লীলাময় মোহের অসুখ... এখানে তীব্রতা।তীক্ষ্ণতাও।বাজছে... আর বাজছে
ডহর ডহরে দাদা ডহর কত ধূর
ফুলপাহড়ি রতনপুর দেশ আরও ধূর