ফার্নেস
আমার শহরের হোডিংরা জেগে উঠছিল একে একে
বাঁধানো রাস্তা চোয়ালে আটকে আছে মোমিনের খোয়া রাত
কাকের থাকার জায়গার বড় অভাব ইদানিং যুক্তিরা হাঁটা পথ নিল দিতি
রাত ভোর তারা পাহারা দেয় , আর ভোর রাতে ঝিমিয়ে আসে ওদের শরীর
হাত থেকে খসে পড়ে জোয়ান কলম , এ লেখায় কোন কুটুম্ব আসবে বোধহয় ।
তারপর রোজ এখানে এসেই থেমে যায় আঙুলের জঞ্জাল
ঝুঁকে আসে মিতিনের স্তন , মিতিন আমার কোন কুটুম্ব নয়-
তবু এলো শেষমেশ তার বারুদ কুম্ভ , হীরার মিনার । এলো কারণ
ওরই ভেতর জুড়ে যাচ্ছে এশহর তরুণাস্থির মতো ,হোডিং ,আমার জোয়ান কলম ,
একপা একপা করে হারিয়ে যাওয়া কাকেদের দল আর মিতিনের
ভুলে যাওয়া ডিপ কিস্ । ম্যাজিক !ম্যাজিক!...