বুদবুদের দিনগুলো ফুরিয়ে আসছে দ্রুত,বুঝি।
আর বুঝি বলেই তামাম বিকেল নুড়ি ভরা
টিনের কৌট ঝাঁকায়।ঝুমঝুমি!যা একদিন
আমার ধাত্রী তুলে দিয়েছিল আমার হাতে।
রুদ্র এসে দাঁড়ায় পশ্চিম বেড়ার ওপারে।
ধীরেধীরে নিভে আসে পান্থকুটির ধুলোর
দেউড়ি বাঁচিয়ে অভাবী আলো তুলসীর ডাল
শূন্যের সরহদ্ পেরিয়ে যাই বিগত বাঁকের
কাছে শীতল কাঠের তক্তা পাতা বেঞ্চ থেকে
পা দোল খায়।ধূয়োঁ আর ধুলো ছড়িয়ে চলে
টিনের কৌট ঝাঁকায়।ঝুমঝুমি!যা একদিন
আমার ধাত্রী তুলে দিয়েছিল আমার হাতে।
রুদ্র এসে দাঁড়ায় পশ্চিম বেড়ার ওপারে।
ধীরেধীরে নিভে আসে পান্থকুটির ধুলোর
দেউড়ি বাঁচিয়ে অভাবী আলো তুলসীর ডাল
শূন্যের সরহদ্ পেরিয়ে যাই বিগত বাঁকের
কাছে শীতল কাঠের তক্তা পাতা বেঞ্চ থেকে
পা দোল খায়।ধূয়োঁ আর ধুলো ছড়িয়ে চলে